একই ভুল আর নয়: তৌসিফ মাহবুব

নতুন বছরে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চান অভিনেতা তৌসিফ মাহবুব। ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে যে ভুলগুলো একসময় তাকে থমকে দিয়েছিল, সেগুলো আর নতুন করে করতে চান না তিনি, বরং সেই ভুলগুলো থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে আরও সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছোট পর্দার এই আলোচিত অভিনেতা।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তৌসিফ মাহবুব বলেন, নতুন বছরে তার সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো পুরোনো ভুলগুলো আর না করা। তার ভাষায়, মানুষ মাত্রই ভুল করে। অভিনয়জীবন হোক কিংবা ব্যক্তিজীবন—কোনো ক্ষেত্রেই তিনি ভুলের বাইরে নন। তবে কিছু ভুল এমন ছিল, যা তাকে এগিয়ে যাওয়ার পথে বারবার পিছিয়ে দিয়েছে।

নতুন বছরে নিজেকে আরও পরিণত, দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসেবে দেখতে চান তিনি। অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে নতুনভাবে প্রস্তুত করার কথা জানান তৌসিফ। আগের চেয়ে আরও বেছে বেছে কাজ করতে চান, যেন কাজের মান ও নিজের সন্তুষ্টি—দুটোই বজায় থাকে।

তৌসিফ বলেন, ‘আমার জীবনে অনেক সময় এমন ভুল হয়েছে, যেগুলো হয়তো তখন বুঝতে পারিনি; কিন্তু পরে উপলব্ধি করেছি সেগুলো আমাকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। সময় নষ্ট হয়েছে, সুযোগ হাতছাড়া হয়েছে। এসব ভুল থেকেই আমি অনেক কিছু শিখেছি। আজ আমি যে অবস্থানে আছি, সেখানে পৌঁছাতে এই ভুলগুলোরও একটা ভূমিকা আছে।’

তবে শুধু ভুল থেকে শিক্ষা নেওয়াই যথেষ্ট নয় বলে মনে করেন এই অভিনেতা। তার মতে, একই ভুল যদি বারবার করা হয়, তাহলে সেটা মানুষের জীবন ও ক্যারিয়ারকে একই জায়গায় আটকে রাখে। সে কারণেই নতুন বছরে নিজের কাছে সবচেয়ে বড় অঙ্গীকার করেছেন—যে ভুলগুলো তিনি চিহ্নিত করতে পেরেছেন, সেগুলো আর পুনরাবৃত্তি করবেন না।

তৌসিফ মাহবুব আরও বলেন, ‘ভুলগুলো থেকে শিখে আমি আজকের তৌসিফ হয়েছি। কিন্তু যদি সেই ভুলগুলো জানার পরও আবার করি, তাহলে সামনে এগোনো সম্ভব নয়। আমি চাই, আমার সামনের যাত্রাটা আরও মসৃণ হোক। কাজের জায়গায় হোক কিংবা ব্যক্তিজীবনে—আমি যেভাবে চাই, সেভাবেই যেন এগোতে পারি।’

ব্যক্তিজীবন নিয়েও তিনি নতুন সিদ্ধান্ত নিয়েছেন। সময় ব্যবস্থাপনা, সম্পর্কের গুরুত্ব বোঝা এবং নিজের মানসিক স্বাস্থ্যের দিকে আরও মনোযোগী হওয়ার ইচ্ছার কথাও জানান তৌসিফ। তার মতে, একজন শিল্পীর জীবনে ব্যক্তিগত স্থিরতা না থাকলে পেশাগত উন্নতিও সম্ভব নয়।

সব মিলিয়ে নতুন বছরকে নিজের জন্য একটি নতুন শুরু হিসেবে দেখতে চান তৌসিফ মাহবুব। পুরোনো ভুলের বোঝা পেছনে ফেলে অভিজ্ঞতাকে সঙ্গী করে সামনে এগিয়ে যাওয়াই এখন তার মূল লক্ষ্য।

-বিথী রানী মণ্ডল