লেডি সুপারস্টারের নতুন অবতার-নয়নতারা

গত কয়েক বছরে নয়নতারা বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু জনপ্রিয় নায়িকা নন, বরং ব্যতিক্রমী চরিত্রের জন্যই সবচেয়ে বেশি স্বীকৃত এক অভিনেত্রী। কখনো হরর, কখনো গভীর আবেগঘন ড্রামা—প্রতিটি চরিত্রে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন দক্ষিণী সিনেমার এই ‘লেডি সুপারস্টার’। এবার ‘টক্সিক’ সিনেমার পোস্টারে সম্পূর্ণ ভিন্ন এক রূপে ধরা দিয়ে আবারও আলোচনায় উঠে এলেন নয়নতারা।

পোস্টারে দেখা যায়, কালো স্লিট গাউন ও লম্বা বুট পরা নয়নতারা হাতে বন্দুক ধরে আছেন—চোখেমুখে আত্মবিশ্বাস আর রহস্যের ছাপ। এই লুক মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এক ভক্ত লিখেছেন, ‘অপেক্ষা করছি।’ আরেকজন মন্তব্য করেন, ‘লেডি সুপারস্টার নয়নতারা গঙ্গা চরিত্রে—এর চেয়ে ভালো আর কী হতে পারে।’ কেউ কেউ লিখেছেন, দীর্ঘ সময় পর এমন শক্তিশালী চরিত্রে তাঁকে দেখা যাবে ভেবে আর তর সইছে না।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমাটি নিয়ে শুরু থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। যশের সঙ্গে নয়নতারা অভিনয় করছেন—এই খবরই উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। তার ওপর নির্মাতারা একে একে চরিত্রের পোস্টার প্রকাশ করে কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছেন। এর আগে হিমা কুরেশির লুক দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার প্রকাশিত হলো নয়নতারা অভিনীত গঙ্গা চরিত্রের পোস্টার।

নয়নতারা ইতিমধ্যেই ২০ বছরের বেশি সময় ধরে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় চলচ্চিত্রে কাজ করছেন। ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী বরাবরই নারীকেন্দ্রিক ও শক্তিশালী চরিত্রে নিজেকে আলাদা করে তুলে ধরেছেন। ‘টক্সিক’-এ তাঁর উপস্থিতি তাই স্বাভাবিকভাবেই দর্শকদের জন্য বাড়তি রোমাঞ্চ।

সিনেমাটি নিয়ে পরিচালক গীতু মোহনদাস বলেন, নয়নতারা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন। তবে ‘টক্সিক’-এ তাঁকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। শুটিংয়ের সময় তিনি বুঝতে পেরেছেন, নয়নতারা কীভাবে চরিত্রের গভীরতা, সংযম ও আবেগকে নিজের ভেতর ধারণ করেছেন। তাঁর কথায়, ‘আমি আমার গঙ্গাকে খুঁজে পেয়েছি।’

বিথী রানী মণ্ডল/