ইংরেজি বর্ষের শেষ দিন ৩১ ডিসেম্বর উপলক্ষ্যে কক্সবাজার জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এসব বিধি-নিষেধ মেনে চলার জন্য সর্বসাধারণ, পর্যটক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে।
জেলা পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ ডিসেম্বর রাতে কক্সবাজার শহর এলাকা ও সমুদ্রসৈকতে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি কিংবা বিপণন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উন্মুক্ত স্থান কিংবা রাস্তায় কোনো কনসার্ট, নাচ বা গানের অনুষ্ঠানের আয়োজন না করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার বা উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো, জয়রাইড ও প্রতিযোগিতামূলক চালনাও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নারী পর্যটকদের হয়রানি বা ইভটিজিংয়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হোটেল ও মোটেল কর্তৃপক্ষকে ইনডোর অনুষ্ঠানের তথ্য এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে ডিএসবিকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাবরিনা রিমি/










