সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই বড় সুখবর দিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই চুক্তি নবায়ন চূড়ান্ত করেছেন এই সুপারস্টার। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিলা বেলমিরোর এই ক্লাবেই থাকছেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) দুই পক্ষের মধ্যে এই সমঝোতা চূড়ান্ত হয় বলে নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’।
সান্তোসে ফেরার পর এটি নেইমারের সঙ্গে করা ক্লাবের তৃতীয় চুক্তি। এর আগে ২০২৫ সালে দুই দফায় ছয় মাস করে চুক্তি করেছিল ক্লাবটি। তবে এবার এক বছরের পূর্ণাঙ্গ চুক্তিতে সই করেছেন তিনি। ক্লাব সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সান্তোসের বর্তমান সভাপতি মার্সেলো তেইসেইরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ক্লাবের ১০ নম্বর জার্সিধারী হিসেবে মাঠ মাতাবেন নেইমার।
নেইমারের এই চুক্তিতে রয়েছে বিশেষ কিছু দিক: সান্তোস প্রতি মাসে চার-পাঁচজন সাধারণ মানের খেলোয়াড়ের সমান বেতন দেবে নেইমারকে। খেলোয়াড়ি চুক্তির বাইরে নেইমারের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এনআর স্পোর্টস’-এর সঙ্গে আলাদা চুক্তি রয়েছে সান্তোসের। ইমেজ স্বত্ব বাবদ ৮ কোটি ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পরিশোধ করতে হবে ক্লাবটিকে, যা আগামী বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা।
সদ্য সমাপ্ত মৌসুমে সান্তোসের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিলেন নেইমার। মূলত তার অসামান্য নৈপুণ্যেই ব্রাজিলিয়ান শীর্ষ লিগ (সেরিএ) থেকে অবনমন ঠেকাতে সক্ষম হয় দলটি। এমনকি দলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শেষ তিনটি ম্যাচে চোট নিয়ে খেলে ক্লাবের প্রতি নিজের দায়বদ্ধতার প্রমাণ দিয়েছিলেন এই মহাতারকা।
আগের চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকায় ভক্তদের মনে শঙ্কা জেগেছিল। তবে শেষ মুহূর্তের আলোচনায় সফল চুক্তির খবরে এখন উল্লাসে ভাসছেন সান্তোস সমর্থকরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নেইমারের নিজ দেশে এই অবস্থান তার ফর্ম ও আত্মবিশ্বাসের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
এম এইচ মামুন










