সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
নিহত নাজমুল হাসান রানা তালা সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা এবং রাজ্জাক সরদারের ছেলে। তিনি খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাইকগাছা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লিটন ট্রাভেলস পরিবহনের একটি বাস তালা ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাজমুল হাসান রানা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তালা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন,“দুর্ঘটনায় জড়িত বাসটির চালককে আটক করা হয়েছে এবং পরিবহনটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এম এম রবিউল ইসলাম
সাতক্ষীরা জেলা প্রতিনিধি/










