বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নড়াইলের লোহাগড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সাবেক ছাত্রনেতা এস এম আনিসুর রহমান কামাল, লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মো. আলমগীর হোসাইন, সাবেক ছাত্রনেতা সৈয়দ শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান।
দোয়া মাহফিলে প্রিয় নেত্রীর বিদায়ে লোহাগড়ার বিএনপি নেতা-কর্মীদের চোখে-মুখে গভীর শোক ও বেদনার ছাপ ফুটে ওঠে। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন প্রতীক।
এদিকে সারাদেশের মতো নড়াইলের লোহাগড়াতেও দলীয় কার্যালয়গুলোতে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।
নাজিম উদ্দিন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি/










