পানছড়িতে পাহাড়ি শিশুদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা

সীমান্ত পাহারার দায়িত্বের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সহায়তা প্রদান করেছে বিজিবি।

শনিবার (১০ জানুয়ারি) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ওয়াইনথং ওয়াই পয়েন্টে বিজিবির ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ির পাহাড়ি ও প্রত্যন্ত এলাকাগুলোতে শিশুদের জন্য নিয়মিত চিকিৎসাসেবা অত্যন্ত সীমিত। দুর্গম ভৌগোলিক অবস্থান ও আর্থিক সংকটের কারণে অনেক পরিবার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকে। এমন বাস্তবতায় বিজিবির এই উদ্যোগ স্থানীয় জনগণের জন্য আশার আলো হয়ে এসেছে।
মেডিকেল ক্যাম্পেইনে মোট ২১ জন পাহাড়ি শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়, যা শিশুদের সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চিকিৎসা সেবা প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর মূল উদ্দেশ্য হলো সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখা। এই চিকিৎসা ক্যাম্পেইন প্রকল্পটির মানবিক দৃষ্টিভঙ্গির বাস্তব প্রতিফলন।

চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে স্থানীয় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা খুবই বিরল এবং বিজিবির এই উদ্যোগ শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রঞ্জন দাশ, খাগড়াছড়ি