পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির—যার সৌন্দর্য, প্রাণবন্ত উপস্থিতি আর সাবলীল অভিনয় তাকে অল্প সময়েই করে তুলেছে কোটি ভক্তের হৃদয়ের মানুষ। টেলিভিশন নাটক থেকে সিনেমা—সবখানেই সমান দাপটের সঙ্গে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবার সেই আলোচনায় নতুন করে যোগ হয়েছে বিয়ের গুঞ্জন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ছোট্ট মন্তব্যই উস্কে জল্পনা। ইনস্টাগ্রামে হানিয়ার একটি ছবিতে এক ভক্ত সরাসরি প্রশ্ন করেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ এমন প্রশ্নে চুপ করে না থেকে বরং মজার ছলেই উত্তর দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমিও শুনছি।’ এই সংক্ষিপ্ত অথচ রহস্যময় জবাবই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে নানা আলোচনা, অনুমান আর কৌতূহল।
অনেক ভক্তই মনে করছেন, হানিয়ার এই উত্তর ইঙ্গিতপূর্ণ। তাদের ধারণা, বিষয়টি পুরোপুরি গুজব না-ও হতে পারে। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা বিশ্লেষণ—কে হতে পারেন সেই পাত্র, কবে হতে পারে বিয়ে, আদৌ কি সত্যি এই খবর?
এই গুঞ্জনের সঙ্গে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে জনপ্রিয় গায়ক ও সুরকার আসিম আজহারের নাম। একসময় হানিয়া ও আসিমের প্রেম ছিল প্রকাশ্য। ২০১৮ সালের দিকে তাদের সম্পর্কের শুরু, যা ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে সামনে আসে। দুজনের একসঙ্গে ছবি, পোস্ট আর মন্তব্য তখন ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তবে ২০২০ সালে হঠাৎ করেই তাদের বিচ্ছেদের খবর আসে, যা ভক্তদের জন্য ছিল বেশ হতাশার।
বর্তমান গুঞ্জন বলছে, সেই পুরোনো সম্পর্ক নাকি আবার নতুন করে শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের ধারণা, অতীত ভুলে আবার কাছাকাছি এসেছেন হানিয়া ও আসিম। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার—কেউই সরাসরি কোনো মন্তব্য করেননি।
ব্যক্তিগত জীবনের জল্পনার মাঝেই পেশাগত দিক থেকেও দারুণ সময় পার করছেন হানিয়া। চলতি বছরটি তার ক্যারিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচক—দুপক্ষের কাছেই প্রশংসিত হয়েছে। তার অভিনয়ে পরিণত ভাব ও আত্মবিশ্বাস অনেকেই আলাদা করে লক্ষ করেছেন।
এখন প্রশ্ন একটাই—সত্যিই কি আগামী বছর হানিয়ার জীবনে বাজতে চলেছে বিয়ের সানাই, নাকি সবটাই কেবল ভক্তদের কল্পনা আর উড়ো খবর? সেই উত্তর পেতে আপাতত অপেক্ষা করা ছাড়া ভক্তদের আর কোনো উপায় নেই।
বিথী রানী মণ্ডল/










