বাংলাদেশের অন্যতম বড় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বৈশ্বিক আমানত সনদ (জিডিআর) লন্ডন শেয়ার বাজারে ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে সাময়িকভাবে বন্ধ করা হবে।
সংস্থাটি ৩০ জুন ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডন শেয়ার বাজারের নিয়ম অনুসারে, ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে শেষ বার্ষিক ফলাফল প্রকাশ করতে না পারায় জিডিআর-এর লেনদেন সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।
বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান আইনগত জটিলতা মূলত এই বিলম্বের কারণ। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ সিকিউরিটিজ এবং শেয়ার বাজার কমিশন কোম্পানির পরিচালনা বোর্ডে ৯ জন অতিরিক্ত স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেয়। বেক্সিমকো ফার্মা এই নিয়োগ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করে এবং বিষয়টি এখনও বিচারাধীন।
কোম্পানি জানিয়েছে, বোর্ডের আইনি স্থিতি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুমোদন সম্ভব নয়। উচ্চ আদালতের বর্তমান ছুটি ও বেঞ্চ পুনর্গঠনের কারণে মামলাটি পুনরায় শোনা হবে, এবং রায় কমপক্ষে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আশা করা যাচ্ছে না।
যদিও লন্ডন শেয়ার বাজারে লেনদেন বন্ধ থাকবে, বেক্সিমকো ফার্মার শেয়ারগুলো ঢাকার এবং চট্টগ্রামের শেয়ার বাজারে নিয়মিতভাবে লেনদেন করা হবে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে যে, স্থগিতকালের মধ্যেও সকল প্রয়োজনীয় তথ্য প্রকাশ অব্যাহত রাখা হবে।
আফরিনা সুলতানা/










