বার্সেলোনার জার্সি ‘নিষিদ্ধ’, কড়া নিরাপত্তায় কাতালান ডার্বি

আসন্ন কাতালান ডার্বিতে উত্তেজনা আগেভাগেই ছড়িয়েছে। শীর্ষে থাকা বার্সেলোনা মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা এস্পানিওলের। তবে এবার মাঠের লড়াইয়ের চেয়ে আলোচনায় বেশি স্টেডিয়ামের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে নেওয়া কঠোর সিদ্ধান্তগুলোই।

আগামী রোববার (৭ জানুয়ারি) আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এস্পানিওল-বার্সা ডার্বি। এর আগে ক্লাবটি ঘোষণা দিয়েছে স্টেডিয়ামে বার্সেলোনার জার্সি, স্কার্ফ, ক্যাপ বা যেকোনো প্রতীক নিষিদ্ধ। দর্শকদের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় এস্পানিওল কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, গোলরক্ষক হুয়ান গার্সিয়ার দলবদল এই উত্তেজনার মূল কারণ। গত স্থানান্তর মৌসুমে এস্পানিওল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন তিনি। ফলে তার পুরোনো ক্লাবের মাঠে ফিরে আসা ম্যাচটিতে উভয় দলের সমর্থকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এজন্য গোলপোস্টের পেছনে সুরক্ষামূলক জাল বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এস্পানিওলের বিবৃতিতে বলা হয়, “সকল দর্শকের নিরাপত্তা এবং ম্যাচটি সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্সেলোনার যেকোনো পোশাক, স্কার্ফ বা প্রতীকসহ কোনো দর্শককে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না।”

এছাড়া স্বাগতিক সমর্থকদেরও সতর্ক করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত বিষয়ে। ক্লাব সদস্যদের কেউ নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ বছর সদস্যপদ বাতিল বা স্থগিতসহ স্টেডিয়ামে নিষিদ্ধ করা হতে পারে। জরিমানার পরিমাণ হতে পারে ১৫০ ইউরো থেকে ৬ লাখ ৫০ হাজার ইউরো পর্যন্ত।

বর্তমানে লা লিগার পয়েন্ট তালিকায় ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে এস্পানিওল পঞ্চম স্থানে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ সংগ্রহ করেছে ৪২ পয়েন্ট।