রশিদের নেতৃত্বে বিশ্বকাপ মিশনে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞতা ও ভারসাম্যের সমন্বয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন লেগস্পিন অলরাউন্ডার রশিদ খান। তার নেতৃত্বে আগের আসর (২০২৪) এ ঐতিহাসিকভাবে সেমিফাইনাল খেলা দলটি এবারও বড় প্রত্যাশা নিয়ে নামছে মঞ্চে।

বিশ্বকাপের মূল স্কোয়াডে ফিরে এসেছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার বামহাতি পেসার ফজলহক ফারুকি, ডানহাতি পেসার নাভিন–উল–হক ও রহস্য স্পিনার মুজিব-উর-রহমান।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা। রশিদ খানের দল ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা, ১৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড, ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ও ১৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে।

গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দলে ছিলেন না ফারুকি ও গুলবাদিন নাইব। দুজনই এবার ফিরেছেন মূল দলে। একইভাবে চোট কাটিয়ে ফিরেছেন নাভিন–উল–হক, আর মুজিবও জায়গা পেয়েছেন প্রথম একাদশের পরিকল্পনায়।

মুজিবকে নেওয়ায় তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। তার সঙ্গে রিজার্ভ হিসেবে রয়েছেন ইজাজ আহমদজাই ও জিয়া–উর–রহমান শারিফি। বিশ্বকাপের আগে দলটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ১৯–২২ জানুয়ারি পর্যন্ত।

আফগানিস্তানের স্কোয়াড (টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬):
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নুর আহমদ, মুজিব উর রহমান, নাভিন–উল–হক, ফজলহক ফারুকি ও আব্দুল্লাহ আহমদজাই।

রিজার্ভ: আল্লাহ মোহাম্মদ গাজানফার, ইজাজ আহমদজাই ও জিয়া–উর–রহমান শারিফি।