উৎসবমুখর নির্বাচন প্রচারণা জোরদার, নতুন কাজে আর দরপত্র নয়

ছবি:সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এ উদ্দেশ্যে নতুন করে কাজ দেওয়ার ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ করা হবে না।

মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের কমিটি। বৈঠকে অনলাইনে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণার কাজ বেড়ে গেছে। দরপত্র প্রক্রিয়ায় সময় লাগবে বলে বিশেষ বিবেচনায় সরাসরি ক্রয়পদ্ধতির অনুমোদন দেওয়া হয়েছে। তবে হিসাবপত্র যথাযথভাবে সংরক্ষণ ও নিরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রায় ১৯ কোটি টাকার কাজ পায় অ্যাডভান্স হোয়াইট বোর্ড বিডি নামের একটি প্রতিষ্ঠান। নতুন করে প্রচারণা বাড়াতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের জন্য এলইডি অ্যাকটিভেশন ক্যারাভান ব্যবহারের পরিকল্পনা করেছে।

গত ১৮ নভেম্বর দরপত্র ছাড়াই সরাসরি ক্রয়পদ্ধতিতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব করা হলেও সে সময় তা অনুমোদন পায়নি। পরে সময় স্বল্পতার যুক্তিতে নতুন করে প্রস্তাব উত্থাপন করা হয়।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আগের দরপত্রপ্রাপ্ত প্রতিষ্ঠান ইতিমধ্যে কাজ করছে। প্রচারণার পরিসর বাড়ায় নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নতুন করে কত ব্যয় হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

সংস্কৃতিবিষয়ক সচিব মফিদুর রহমান জানান, সব কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় শোক চলাকালে সাময়িকভাবে প্রচারণা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

আফরিনা সুলতানা/