বিপিএলের এবারের আসর থেকে বাদ পড়তে যাচ্ছে চট্টগ্রাম পর্ব। এটি নিঃসন্দেহে চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার সংবাদ।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সম্মান জানিয়ে ৩০ ডিসেম্বর খেলা স্থগিত রাখে বিসিবি। ৩১ ডিসেম্বরও সূচি অনুযায়ী একদিনের নির্ধারিত বিরতি ছিল। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দলগুলোর মতামতের ভিত্তিতে আজও ম্যাচ অনুষ্ঠিত হবে না। ফলে টানা দুই দিনের খেলা পিছিয়ে গেছে।
সূচি অনুযায়ী সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। তবে স্থগিত দুই দিনের কারণে এখন এটি শেষ হবে ৪ জানুয়ারি। পরবর্তী চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার কথা ছিল ৫ জানুয়ারি। কিন্তু সিলেট থেকে চট্টগ্রাম যাত্রা ও প্রস্তুতির জন্য কমপক্ষে দুই দিনের বিরতি প্রয়োজন হওয়ায় ৫ জানুয়ারি থেকে খেলা শুরু করা সম্ভব নয়। এতে করে চট্টগ্রাম পর্ব ৭ জানুয়ারি শুরু করতে হলে সময়সূচি পুরোপুরি এলোমেলো হয়ে যাবে।
চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরা ও ফাইনাল আয়োজনের নির্ধারিত সময় (২৩ জানুয়ারি) ধরে রাখতে গিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সময় সংকটের কারণে চট্টগ্রাম পর্ব বাতিল করে সিলেট পর্ব কয়েকদিন বাড়িয়ে সরাসরি ঢাকায় খেলা নিয়ে আসার পরিকল্পনা করছে তারা।
২৩ জানুয়ারিতে ফাইনাল আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। ওই তারিখের পর ২৫ জানুয়ারি বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণের জন্য ভারতে যাত্রা করবে। ট্যুর প্রোগ্রাম আগেই নির্ধারিত থাকায় বিপিএল সময় আরও পিছিয়ে দেওয়া সম্ভব নয়।
ফলে নির্ধারিত সময় মেনে ফাইনাল আয়োজন এবং জাতীয় দলের প্রস্তুতি নির্বিঘ্ন রাখতেই বিসিবি চট্টগ্রাম পর্ব বাতিলের পথে এগোচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটে টেকনিক্যাল কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা আলোচনায় যুক্ত ছিলেন—৪ জানুয়ারির পর কতদিন খেলা রেখে সরাসরি ঢাকায় স্থানান্তর করা যায়, তা নির্ধারণেই তাদের ব্যস্ত সময় কাটছে।









