দেড় বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শফিকুল

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ প্রায় দেড় বছর যন্ত্রণার পর মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাটের ‘জুলাই যোদ্ধা’ শফিকুল ইসলাম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শফিকুল ইসলামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর থেকে দীর্ঘ সময় হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি।

মঙ্গলবার ‘জুলাই রেভল্যুশনারি এলায়েন্স’ নামের একটি সংগঠন শফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, হালুয়াঘাটের আহত জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম আজ ইন্তেকাল করেছেন। তিনি গুলিবিদ্ধ অবস্থায় প্রায় দেড় বছর ধরে চিকিৎসাধীন ছিলেন।

পোস্টে ক্ষোভ প্রকাশ করে আরও বলা হয়, ‘দেড় বছর পেরিয়ে গেলেও শহীদের তালিকা দীর্ঘই হচ্ছে। এই মৃত্যুর দায় এড়ানো যায় না—হাসিনার হত্যার যন্ত্র এখনো থামেনি। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন।’

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শফিকুলের এমন মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও জুলাই আন্দোলনের সহযোদ্ধারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।