সারা দেশকে কাঁদিয়ে না ফেরার দেশে খালেদা জিয়া

জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা একটি ছবি পোস্ট করে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া।

আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।” তিনি এই প্রয়াণকে ‘মহাকালের এক অধ্যায়ের সমাপ্তি’ বলেও উল্লেখ করেন।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক নেমে এসেছে সারাদেশে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন এই নেত্রীর বিদায়ে যেমন রাজনীতির অঙ্গনে শোকের আবহ, তেমনি ঢাকাই চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করছেন।

তিনি আরও লিখেছেন, “আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভালোবাসার দেশ এবং মানুষগুলোকে ছেড়ে অনন্তের পথে যাত্রা করলেন। মহান সৃষ্টিকর্তা তাকে বেহেস্ত নসিব করুন এবং তার শোকাহত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার সামর্থ্য দিন।”

বিথী রানী মণ্ডল/