খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিক শোক কর্মসূচি পালন করা হবে। এই শোক কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব পতাকা অর্ধনমিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রমও পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার সাধারণ ছুটি থাকবে। এর ফলে ওই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। শোকের এই কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন এবং তারা মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, এই শোক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করবে।
সাবরিনা রিমি/










