পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়লো

ছবি: বিএসএস

বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন আগ্রহী ভোটাররা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগে পোস্টাল ভোটের নিবন্ধনের শেষ সময় নির্ধারিত ছিল ৩১ ডিসেম্বর। তবে বিভিন্ন পক্ষ থেকে সময় বাড়ানোর অনুরোধ আসায় এবং নিবন্ধনের আগ্রহ বাড়তে থাকায় কমিশন নতুন করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে আরও বেশি ভোটার পোস্টাল ভোটের সুযোগ পাবেন বলে আশা করছে ইসি।

তিনি বলেন, কর্মস্থলের কারণে নিজ নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত থাকতে না পারা ভোটার, প্রবাসী বাংলাদেশি এবং বিশেষ শ্রেণির ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনের সুবিধা থাকায় পোস্টাল ভোট ব্যবস্থায় অংশগ্রহণ দিন দিন বাড়ছে।

এর আগেও এক দফা সময় বাড়িয়ে পোস্টাল ভোটের নিবন্ধনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে সেই সময় আরও কয়েক দিন বাড়ানো হলো।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, ৩০ ডিসেম্বর ২০২৫ বিকাল ৪টা পর্যন্ত ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫১ হাজারের বেশি। প্রতিদিন নতুন করে বিপুল সংখ্যক ভোটার এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

ইসি মনে করছে, সময়সীমা বাড়ানোর ফলে পোস্টাল ভোট ব্যবস্থার আওতায় আরও অনেক ভোটার যুক্ত হবেন এবং আসন্ন নির্বাচনে ভোটার অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সাবরিনা/