প্রখ্যাত সাংবাদিক এবং বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামের মা মরহুমা ফাতেমা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্কে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) নিউইয়র্কে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমার ছোট ছেলে বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম ও তাঁর নিকটাত্মীয়, স্বজন, স্থানীয় গুণীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুমা ফাতেমা বেগমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে বার্ধক্যজনিত কারণে কুমিল্লার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ফাতেমা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিনের শাশুড়ি। দোয়া মাহফিলে সাংবাদিক নঈম নিজাম তাঁর মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং শোক প্রকাশকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।










