টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ড

টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চোটের কারণে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যাওয়া জোফরা আর্চারকে রেখেছে দুইবারের চ্যাম্পিয়নরা। ফেব্রুয়ারিমার্চে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার জন্য তারা জশ টাংকেও রেখেছে।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে বাম সাইড স্ট্রেইনে চোট পান আর্চার। মেলবোর্ন ও সিডনিতে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে যান এই পেসার। ৩০ বছর বয়সী আর্চার সাদা বলের সিরিজ খেলতে জানুয়ারির শ্রীলঙ্কা সফরে থাকছেন না। সেরে ওঠার প্রক্রিয়া শেষে পরের মাসের বিশ্বকাপের জন্য একবারে দলে যোগ দিবেন তিনি।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।

এমইউএম/