টুর্নামেন্টে রংপুরকে সেরা দল বলেছেন চট্টগ্রামের প্রধান কোচ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে রংপুর রাইডার্স। শুধু জয় নয়, রংপুরকে টুর্নামেন্টের সেরা দল হিসেবে প্রশংসা করেছেন চট্টগ্রামের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাবুল বলেন, “এই টুর্নামেন্টের সব দলের মধ্যে রংপুরই কাগজে-কলমে সেরা। বাংলাদেশের সেরা খেলোয়াড় নিয়েছে, ফরেন খেলোয়াড়রাও ভালো। ব্যাটিং-বোলিং দুই দিক থেকেই শক্তিশালী দল।”

ম্যাচে প্রথমে ব্যাটিং করে চট্টগ্রাম রয়্যালস মাত্র ১০২ রানে অলআউট হয়। ৫ উইকেট নেন ফাহিম আশরাফ, যাকে ম্যাচসেরা ঘোষণা করা হয়। লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস ও ডেভিড মালান দুর্দান্ত শুরু দেন। লিটন ৪৭ রান করে আউট হলেও দলীয় স্কোর দাঁড়ায় ৯১। মালান ২ ছক্কা ও ৪ চারে ৫১ রান করে ফিফটি পূর্ণ করেন।

তাওহিদ হৃদয় ১ রান করে আউট হলেও, ৩০ বল হাতে রেখে রংপুর ৭ উইকেটে জিতেছে। এই জয় দিয়ে রংপুর বিপিএলে শক্তিশালী সূচনা করেছে।

এমইউএম/