ঠাকুরগাঁওয়ে রিকশায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল

রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি:সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্পূর্ণ ব্যতিক্রমী ও আড়ম্বরহীনভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে কোনো মোটর শোভাযাত্রা বা বিলাসবহুল গাড়ি ছাড়াই সাধারণ রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার প্রার্থিতা দাখিল করেন। একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার এমন সাদামাটাভাবে চলাচলের দৃশ্যটি মুহূর্তেই জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দিনের শুরুতে বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল। বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তিনি বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গে নিয়ে একটি রিকশায় চড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা হন। বিএনপি মহাসচিব যখন রিকশায় চড়ে যাচ্ছিলেন, তখন তার পেছনে কয়েকশ নেতাকর্মী, সমর্থক ও সাধারণ পেশাজীবী মানুষ হেঁটে তাকে অনুগমন করেন।

বেলা ১১টা ৪৭ মিনিটে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও-১ আসনের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার পাশে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং সাবেক ইউপি চেয়ারম্যান জাফরউল্লাহসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুলের এই আড়ম্বরহীন যাত্রা সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, সাধারণ মানুষের কাছাকাছি থাকার বার্তা দিতেই হয়তো তিনি এই বিশেষ মাধ্যমটি বেছে নিয়েছেন। বিএনপি মহাসচিবের মনোনয়ন জমা দেওয়ার পরপরই জামায়াতে ইসলামীর প্রার্থীরাও জেলার তিনটি আসনের জন্য তাদের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

আফরিনা সুলতানা/