তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল ‘জেবু’কে নিয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন তাঁর মেয়ে জাইমা রহমান। সোমবার সকাল ১০টায় জাইমা রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি প্রকাশিত হয়। পরবর্তীতে সকাল ১০টা ৪০ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও মূল পোস্টটি শেয়ার করা হয়। পোস্টটির সঙ্গে জেবুর একটি ছবি যুক্ত ছিল।
পোস্টে জাইমা রহমান জেবুকে ঘিরে মানুষের কৌতূহল নিয়ে নিজের অনুভূতির কথা জানান। তিনি বলেন, যেকোনো প্রাণী লালন পালন করা একটি বড় দায়িত্ব, কারণ প্রাণীরাও জীব এবং সৃষ্টিকর্তার সৃষ্টি। ছোট্ট বিড়ালছানা হিসেবে জেবুকে বাসায় আনার সময় তিনি ভাবেননি যে, জেবু একসময় পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে।
পোস্টে পরিবারের সঙ্গে জেবুর ঘনিষ্ঠ সম্পর্কের নানা স্মৃতির কথা উঠে আসে। জাইমা রহমান লেখেন, তার বাবা মা বাসায় ফিরেই আগে জেবুর খোঁজ নিতেন। তার মা বাগান করা বা হাঁটতে গেলে জেবু পাশে ঘুরে বেড়াত। সন্ধ্যায় তারেক রহমানের অনলাইন মিটিং চলাকালে জেবু তার কোলে বসে আদর নিত বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া পোষা প্রাণী নিয়ে দেশ বদলের কষ্টের কথাও তুলে ধরেন জাইমা রহমান। তিনি জানান, জেবু মহাদেশ পেরিয়ে একেবারে নতুন পরিবেশে এসেছে, যা একটি ছোট প্রাণীর জন্য বড় পরিবর্তন। পোস্টে তিনি বলেন, জেবুর মাধ্যমে পরিবার ধৈর্য, মমতা ও নিঃশর্ত ভালোবাসার শিক্ষা পেয়েছে।
পোস্টের শেষে জেবুর একটি মজার বৈশিষ্ট্যের কথাও জানান জাইমা রহমান। তিনি লেখেন, জেবু কখনো ‘মিউ মিউ’ শব্দ করে না; বরং পাখির মতো নরম শব্দ করে ডাক দেয়, যা তাকে অন্য বিড়ালদের থেকে আলাদা করে তোলে।
সাবরিনা রিমি/










