ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী পরিবহণ ও বিতরণে কঠোর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা থেকে জেলা এবং জেলা থেকে ভোটকেন্দ্র পর্যন্ত প্রতিটি ধাপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিশেষ পরিপত্র জারি করা হয়েছে।

তিন ধাপে কঠোর নিরাপত্তা ইসির নির্দেশনা অনুযায়ী, নির্বাচনি সামগ্রী পরিবহণ হবে অত্যন্ত নিয়ন্ত্রিত ও নিরাপদ প্রক্রিয়ায়।

১. ঢাকা থেকে জেলা: বিজি প্রেস ও সরকারি প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপার গ্রহণের সময় রিটার্নিং অফিসারের প্রতিনিধি হিসেবে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা উপস্থিত থাকবেন। তাদের সাথে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী ও লিখিত ক্ষমতাপত্র থাকতে হবে।

২. জেলা থেকে উপজেলা: জেলা পর্যায়ে ব্যালট পৌঁছানোর পর তা পুনরায় পরীক্ষা করা হবে। কোনো অসঙ্গতি থাকলে তাৎক্ষণিক কমিশনকে জানাতে হবে।

৩. উপজেলা থেকে ভোটকেন্দ্র: ভোটগ্রহণের আগের দিন প্রিজাইডিং অফিসাররা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ব্যালট ও প্রয়োজনীয় সামগ্রী বুঝে নেবেন।

ভোটকেন্দ্রেই রাত কাটাবেন কর্মকর্তারা পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনি সামগ্রী ভোটকেন্দ্রে পৌঁছানোর পর প্রিজাইডিং অফিসারের অনুমতিসাপেক্ষে দু-একজন সহকারী ছাড়া বাকি সব ভোটগ্রহণ কর্মকর্তা ওই কেন্দ্রেই অবস্থান করবেন। নির্বাচনি মালামাল ও কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সামগ্রী সরবরাহ ও স্থানীয় ক্রয় ব্যালট পেপার, সরকারি সিল, স্ট্যাম্প প্যাড ও অমোচনীয় কালির কলম ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কিছু জরুরি মনিহারি দ্রব্য যেমন— বলপয়েন্ট কলম, মোমবাতি, দিয়াশলাই ও গামপট স্থানীয়ভাবে ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে। এছাড়া চার্জার লাইট, ক্যালকুলেটর ও স্ট্যাপলার মেশিন ক্রয়ের জন্য প্রিজাইডিং অফিসারদের সরাসরি নগদ অর্থ প্রদান করা হবে।

নির্ভুল ব্যালট নিশ্চিতকরণ প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত তালিকা অনুযায়ী ব্যালট পেপার মুদ্রণ করা হবে। ব্যালট গ্রহণের সময় প্রতিনিধিদের অবশ্যই প্রার্থীদের নাম ও প্রতীকসহ চূড়ান্ত তালিকার (ফরম-৫) সাথে মিলিয়ে দেখতে হবে। কোনো ভুল থাকলে তা ঢাকাতেই সংশোধন করে নিতে বলা হয়েছে। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের জন্য ডাকভোটে (ওসিভি ও আইসিপিভি) অংশ নেওয়ার ব্যালট মুদ্রণ ও বিতরণ সম্পন্ন হয়েছে।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যালট পেপার ও নির্বাচনি সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা এবারের নির্বাচনের অন্যতম বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবহণ রুটগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারিও রাখা হবে।

-এম. এইচ. মামুন