মেসির শেষ বিশ্বকাপ মাথায় রেখেই বিশেষ বুট আনছে অ্যাডিডাস

পরের বিশ্বকাপে খেলার ব্যাপারে এখনো নিশ্চিত কোনো ঘোষণা দেননি লিওনেল মেসি। তবে খেললে সেটিই যে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তা প্রায় নিশ্চিত। এই সম্ভাবনাকে মাথায় রেখেই বিশেষভাবে তৈরি করা হয়েছে অ্যাডিডাসের নতুন বুট এফ ৫০ ‘এল উলতিমো ট্যাঙ্গো’।

খেলোয়াড়দের কিটস ও বুটস সংক্রান্ত তথ্যভিত্তিক ওয়েবসাইট ফুটি হেডলাইন্স সম্প্রতি মেসির এই বিশেষ বুটের ছবি ও তথ্য প্রকাশ করেছে। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য তৈরি বুটটির নামের অর্থ ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’। ট্যাঙ্গো আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নৃত্য, যা মেসির শিকড় ও দেশের সংস্কৃতির প্রতীক।

এই বুটটি অত্যন্ত হালকা ওজনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, যাতে খেলোয়াড়রা সর্বোচ্চ গতিতে দৌড়াতে পারেন। আগামী জুনে বিশ্বকাপ শুরুর আগেই বুটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা রয়েছে।

ডিজাইনের দিক থেকে বুটটির উপরের অংশ ধবধবে সাদা রঙের। অ্যাডিডাসের লোগো, জুতার ফিতার ডিটেইলস এবং স্টাডের নিচের অংশে ব্যবহার করা হয়েছে নীল রঙ। পাশাপাশি সোনালি রঙের ছোঁয়া দেওয়া হয়েছে, যা আর্জেন্টিনার পতাকার মাঝখানের সূর্যকে নির্দেশ করে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মেসির গৌরবকে তুলে ধরে। সাদা ও নীলের এই রঙের সংমিশ্রণ সরাসরি আর্জেন্টিনার জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে তৈরি।

মেসির ষষ্ঠ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বে খেলবে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও মেসির সামনে বড় সুযোগ রয়েছে। বিশ্বকাপে এখন পর্যন্ত ২৬ ম্যাচে ১৩ গোল করে তিনি যৌথভাবে চতুর্থ স্থানে আছেন। জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছুঁতে তার প্রয়োজন আর মাত্র তিন গোল। এই দৌড়ে তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপে, যার গোল সংখ্যা ১২।

বিশ্বকাপে মেসির শেষ অধ্যায় যদি সত্যিই লেখা হয়, তাহলে ‘এল উলতিমো ট্যাঙ্গো’ হতে পারে সেই গল্পের প্রতীকী সাক্ষী।

এমইউএম/