প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। ওইদিন রাজধানীর তিনশ’ ফিট এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান।
পরদিন তারেক রহমান শেরেবাংলা নগরে পিতা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেন। একই দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গণে সদ্য শহীদ জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে নিজে ও তার কন্যা জায়মা রহমানের ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর রাজধানীর ধানমন্ডিতে তার শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ যান।
সবশেষে আজ রোববার তিনি প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করতে যাচ্ছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর বিএনপি গুলশানের ৮৬ নম্বর বাড়িটিকে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে।
এমইউএম/










