রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ তে যুবলীগের ১৭ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ওরফে শাহিনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার মাসুদ রানা ওরফে শাহিন (৪৬) রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মতিহার থানার খোঁজাপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।

এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, দুইজন মাদক মামলার আসামি এবং বাকি ১০ জন বিভিন্ন অপরাধে জড়িত বলে জানায় পুলিশ।

উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর কার্যক্রম অব্যাহত থাকবে।