সিলেট সীমান্তে বিজিবির অভিযান: সবজি ক্ষেতে মিলল ভারতীয় অস্ত্র

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অস্ত্র ও সরঞ্জমাদি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মূলত পাচারের উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা এসব অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাটের পান্তুমাই সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় ৪৮ বিজিবির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারিরা অবৈধ অস্ত্র এনে হস্তান্তরের উদ্দেশ্যে একটি সবজি ক্ষেতের মাটির নিচে লুকিয়ে রেখেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে সেখান থেকে ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে বিজিবি এবং পুলিশের এক যৌথ অভিযানে বড় সাফল্য আসে। সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে ২৫টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করে আভিযানিক দলটি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানিয়েছেন, দেশের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করতে যেন কোনোভাবেই অবৈধ অস্ত্র চোরাচালান না হতে পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।