অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তিকে গাড়িচাপা দেন ইসরায়েলের এক রিজার্ভ সেনাসদস্য। এর আগে তিনি ওই এলাকায় গুলিও ছোড়েন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, “একজন সশস্ত্র ব্যক্তি একটি ফিলিস্তিনি ব্যক্তিকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে।” এতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সেনা এবং তার সামরিক চাকরি বাতিল করা হয়েছে। সেনাবাহিনী আরও জানায়, তিনি “তার ক্ষমতার গুরুতর লঙ্ঘন” করেছেন এবং তার অস্ত্র জব্দ করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধে ইসরায়েলি পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
আক্রমণের পর ফিলিস্তিনি ওই ব্যক্তিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়, তবে তিনি আহত হননি এবং পরে বাড়ি ফিরে যান।
ফিলিস্তিনি টেলিভিশনে প্রচারিত এবং রয়টার্স দ্বারা যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি—যার কাঁধে একটি বন্দুক ঝোলানো—একটি অফ-রোড গাড়ি চালিয়ে রাস্তার পাশে নামাজরত এক ব্যক্তির ওপর তুলে দেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক হামলার দিক থেকে চলতি বছরটি রেকর্ডের অন্যতম সহিংস বছর, যেখানে ৭৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘ জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৭ অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর অভিযানে এবং কিছু ক্ষেত্রে বসতি স্থাপনকারীদের সহিংসতায় নিহত হন। একই সময়ে ফিলিস্তিনি হামলায় ৫৭ জন ইসরায়েলি নিহত হন।
এদিকে, শুক্রবার উত্তর ইসরায়েলে এক ফিলিস্তিনি হামলাকারীর হাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
সূত্র: রয়টার্স
এম এম সি/









