থাইল্যান্ড ও কম্বোডিয়া ২৭ ডিসেম্বর সপ্তাহব্যাপী প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে বলে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে টানা তিন দিনের আলোচনার পর চুক্তিটি হয়। দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে ডিসেম্বর মাসে নতুন করে সংঘাত শুরু হয়, যা আগের একটি যুদ্ধবিরতি ভেঙে দেয়। সরকারি হিসাব অনুযায়ী, এতে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
এই সংঘর্ষে প্রায় ১০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। নতুন করে শুরু হওয়া লড়াইয়ের জন্য একে অপরকে দায়ী করছে উভয় দেশ। সংঘাতটি সীমান্তসংলগ্ন প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়ে। দুই পক্ষই দাবি করেছে, তারা আত্মরক্ষার স্বার্থে ব্যবস্থা নিয়েছে এবং একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তুলেছে।
এর আগে জুলাই মাসে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার মধ্যস্থতায় পাঁচ দিনের প্রাণঘাতী সংঘর্ষ থামাতে একটি যুদ্ধবিরতি হয়েছিল, তবে সেটি পরে ভেঙে যায়।
এই সংঘাতের মূল কারণ দুই দেশের মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ঔপনিবেশিক আমলের সীমা নির্ধারণ এবং সেই এলাকায় অবস্থিত কয়েকটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ নিয়ে বিরোধ।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস
এম এম সি/









