১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিপুলসংখ্যক নেতা-কর্মীর গণসংবর্ধনার পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নেন। আজ শুক্রবার বাদ জুমা বেলা দুইটার দিকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়েছে।
তারেক রহমান বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে গতকাল বেলা ১১টা ৪৩ মিনিটে ঢাকায় পৌঁছান। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার পথে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যা জনসমুদ্রে পরিণত হয়।
সাবরিনা রিমি/








