‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ জানাবে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো বছরটি কেমন ছিল

বছর শেষে ফেসবুক বা স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের সারা বছরের কর্মকাণ্ডের সারসংক্ষেপ বা ‘র‍্যাপড’ উপহার দেয়। এবার সেই তালিকায় যুক্ত হলো জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি। প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারকারীদের জন্য ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ (Your Year with ChatGPT) নামের নতুন একটি ফিচার চালু করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে ওপেনএআই এই ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, সারা বছর ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সঙ্গে কোন ধরনের কথোপকথন চালিয়েছেন, কী কী আইডিয়া শেয়ার করেছেন—তারই একটি ঝলক বা সারসংক্ষেপ এই ফিচারের মাধ্যমে দেখা যাবে।

কী থাকছে এই সারসংক্ষেপে? ওপেনএআই-এর ভাষ্যমতে, এটি অনেকটা স্পটিফাই র‍্যাপডের মতো। এখানে ব্যবহারকারী কতক্ষণ চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, সবচেয়ে বেশি কোন বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন এবং সারা বছরে গুরুত্বপূর্ণ কোন আইডিয়াগুলো এআই-এর সঙ্গে তৈরি করেছেন, তার একটি বিশেষ হাইলাইট বা সারাংশ তুলে ধরা হবে।

ফিচারটি ব্যবহারের শর্ত: এই ‘ইয়ার-ইন-রিভিউ’ অভিজ্ঞতা পেতে হলে ব্যবহারকারীর চ্যাটজিপিটি অ্যাকাউন্টে ‘সেভ মেমোরি’ এবং ‘চ্যাট হিস্ট্রি’ অপশন দুটি চালু থাকতে হবে। যারা লগইন করা অবস্থায় এই সেটিংসগুলো ব্যবহার করেছেন, কেবল তারাই তাদের তথ্য ফিরে দেখতে পাবেন।

কারা পাবেন এই সুবিধা? বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য ফিচারটি ধীরে ধীরে উন্মুক্ত করা হচ্ছে। তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে ফিচারটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে ওপেনএআই এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি। যেসব দেশে ফিচারটি চালু হয়েছে, সেখানকার ব্যবহারকারীরা চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েবে ঢুকলেই এই অপশনটি দেখতে পাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, ওপেনএআই-এর এই পদক্ষেপ ব্যবহারকারীদের সঙ্গে তাদের প্ল্যাটফর্মের বন্ধন আরও দৃঢ় করবে। একজন মানুষ সারা বছরে তার চিন্তাভাবনা ও কাজের ক্ষেত্রে এআই-কে কীভাবে সঙ্গী হিসেবে ব্যবহার করেছেন, তা জানার সুযোগ হবে এই ফিচারের মাধ্যমে।

-এম. এইচ. মামুন