মুজিব-ইন্দিরা বাদ, দুই কলেজের নাম পুনর্বিন্যাস

পঞ্চগড়ের বোদা উপজেলার বঙ্গবন্ধু মুজিব-ইন্দিরা সরকারি মহাবিদ্যালয় থেকে বঙ্গবন্ধু মুজিব ও ইন্দিরার নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজশাহীর সরকারি বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে পদ্মা সরকারি কলেজ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশে এই সিদ্ধান্ত জারি করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সই করা আদেশে উল্লেখ করা হয়েছে, দুটি কলেজের সরকারীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় ‘সরকারি’ শব্দ বাদ দিয়ে নাম সংশোধন করা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এই কলেজগুলোর নাম দুবার পরিবর্তন হয়েছে। প্রথম দফায় ১৭ জুলাই দিনাজপুর শিক্ষা বোর্ডের নির্দেশে পঞ্চগড়ের বোদা কলেজ থেকে বঙ্গবন্ধু মুজিব-ইন্দিরা বাদ দিয়ে নামকরণ করা হয়েছিল কাজলদিঘী কালিয়াগঞ্জ সরকারি কলেজ।

এই নাম পরিবর্তনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সরকারীকরণ প্রক্রিয়ায় নতুন প্রশ্ন তুলেছে। বিভাগীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারীকরণ সম্পন্ন না হলে ‘সরকারি’ শব্দ ব্যবহার করা যাবে না। এর ফলে কলেজগুলোর নতুন নামকরণ নিয়ে স্থানীয় শিক্ষা বৃত্তে আলোচনা চলছে।