স্পোর্টস ডেস্ক :
চোখের জলে বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি। বিদায়ী সংবাদ সম্মেলনে ডায়েসের সামনে দাঁড়িয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন এ সুপারস্টার।
সাংবাদিক সম্মেলনে বার্সেলোনায় কাটানো স্মৃতিময় দিনগুলো নিয়ে বলতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছিল মেসির। ক্লাবের প্রতি তার এই আবেগ দেখে সকলে দাঁড়িয়ে কুর্নিশ জানান।
রোববার বিকেলে ন্যু ক্যাম্পে দেখা যায় এমন আবেগঘন দৃশ্য। মেসি হয়তো নিজেও বিশ্বাস করতে পারছেন না তাকে বার্সেলোনা ছেড়ে চলে যেতে হচ্ছে।
তাইতো এ দিন মঞ্চে উঠে কেঁদেই ফেললেন মেসি। আবেগঘন সেই মুহূর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব। তিনি জানিয়ে দিলেন এই মহূর্তের জন্য প্রস্তুত ছিলেন না।
যে ক্লাব তাকে এতকিছু দিয়েছে, সেই ক্লাব ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে।
২০০৪ সাল থেকে ২০২১ এই সময়ে বার্সার হয়ে খেলে মেসি করেছেন ৭০৯ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সার হয়ে মেসি জিতেছেন ১১টি লা লিগা, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৬টি কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ছয় বার ব্যালন ডি’অর অর্জন করেছেন।
Greatest Applause
Of
All
Time pic.twitter.com/YoJt8nkTZc— FC Barcelona (@FCBarcelona) August 8, 2021