নিজ দেশে বুলেটপ্রুফ গাড়িতেই ভরসা রশিদ খানের

মাঠে তার লেগ স্পিনের জাদুতে ব্যাটাররা কুপোকাত হলেও, নিজ দেশ আফগানিস্তানে রশিদ খানের জীবন মোটেও সহজ নয়। সম্প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন এই তারকা স্পিনার।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় বিজ্ঞাপন রশিদ জানান, আফগানিস্তানে নিরাপত্তার খাতিরে তাকে সব সময় বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়। রশিদের ভাষ্যমতে, “সাধারণ গাড়িতে চড়ার সুযোগ নেই। ভুল সময়ে ভুল জায়গায় পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতেই এই সতর্কতা। এমনকি মাঝে মাঝে লোকজন চলন্ত গাড়ির দরজা খোলারও চেষ্টা করে।”

রশিদের এমন স্বীকারোক্তিতে বিস্ময় প্রকাশ করেছেন পিটারসেন। তবে রশিদ জানান, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে অনেকের জন্যই এটি সাধারণ দৃশ্য। নিজের নিরাপত্তার কথা ভেবেই গাড়িটি তিনি বিশেষভাবে তৈরি করে নিয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত নানগারহার থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের রাজপুত্র হওয়া রশিদ এখন দুবাইকে নিজের দ্বিতীয় বাড়ি বানিয়েছেন। কোটি ভক্তের মুখে হাসি ফোটানো এই জাদুকরকে বিদেশের মাটিতে বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াতে দেখা গেলেও, নিজ ভূমিতে চলাফেরা করতে হয় ইস্পাতের কঠিন নিরাপত্তায়।

-এম. এইচ. মামুন