জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
পরীক্ষাগুলো রবিবার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিট দিয়ে শুরু হয়ে ‘বি’ ও ‘ই’ ইউনিট নিয়ে সম্পন্ন হয়। ‘সি’ ইউনিটে কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ অন্তর্ভুক্ত। ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা নিশ্চিত করেছেন দুপুরের মধ্যে ফল প্রকাশের কথা।
ফলাফল দেখতে ju-admission.org ওয়েবসাইটে যেতে হবে যেখানে রোল নম্বর দিয়ে চেক করা যাবে। পরবর্তী ধাপে যোগ্য প্রার্থীরা বিভাগীয় পছন্দ ও ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবেন










