জয়ের পথে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সামনে কঠিন চ্যালেঞ্জ

মাউন্ট মঙ্গানুই টেস্টে আপাতত সব ইঙ্গিতই নিউজিল্যান্ডের জয়ের দিকেই যাচ্ছে। ম্যাচ কন্ডিশন অনুযায়ী পঞ্চম ও শেষ দিনে জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ৪১৯ রান—যা প্রায় অসম্ভবই মনে হচ্ছে। যদিও অতীতে শেষ ইনিংসে ৪১৮ রান তাড়া করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের নজির রয়েছে ক্যারিবিয়ানদের।

শনিবার ম্যাচের চতুর্থ দিনে ৬ উইকেটে ৩৮১ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম ইনিংসে তারা অলআউট হয় ৪২০ রানে। ফলে ১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড তাদের লিড বাড়িয়ে দাঁড় করায় ৪৬২ রানে। চতুর্থ দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ কোনো উইকেট না হারিয়ে ১৬ ওভারে ৪৩ রান করেছে। ওপেনার ব্রেন্ডন কিং ৩৭ ও জন ক্যাম্পবেল ২ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনের খেলা শুরু করবেন।

নিউজিল্যান্ডের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। প্রথম ইনিংসে লাথাম করেন ১৩৭ রান (২৪৬ বল), আর কনওয়ের ব্যাট থেকে আসে ২২৭ রান। দ্বিতীয় ইনিংসেও দুজনই সেঞ্চুরি করেন—লাথাম ১৩০ বলে ১০১ রান, কনওয়ে আউট হন শতক পূর্ণ করার পর।

টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো টেস্টে একই দলের দুই ওপেনার দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি থেকেই আসে ১৯১ রান।

মাঝের সারিতে কেন উইলিয়ামসন ৩৭ বলে ৪০ রান করেন। শেষদিকে রবীন্দ্র ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ৫৭৫/৮ ও ৩০৬/২
(কনওয়ে ১০১, লাথাম ১০০; হজ ২/১০০)

ওয়েস্ট ইন্ডিজ: ৪২০ ও ৪৩/০
(কিং ৩৭*, ক্যাম্পবেল ২*; ডাফি ০/১৮)

পঞ্চম দিনে অলৌকিক কিছু না ঘটলে এই টেস্টে জয় নিউজিল্যান্ডের দিকেই যাচ্ছে।

এমইউএম/