উত্তাল শাহবাগ , রাতভর বিক্ষোভ

আজ ১৯ ডিসেম্বর ২০২৫, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে শাহবাগ বর্তমানে উত্তাল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি আজ সকালেও অব্যাহত রয়েছে। 

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গতকাল রাতে তিনি মৃত্যুবরণ করেন। এই খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে।

গতকাল রাত ১১টার পর থেকেই কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় । তারা রাতভর সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং “হাদি হাদি” স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন

আন্দোলনের এক পর্যায়ে উত্তেজিত জনতা রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনেও আগুন দেওয়া হয় এবং বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয়

আন্দোলনকারীরা হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী স্লোগান দিচ্ছেন । অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন

ভোরের আলো ফোটার সাথে সাথে শাহবাগে ছাত্র-জনতার উপস্থিতি আরও বেড়েছে। বর্তমানে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দুপুর ৩টায় সেখানে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ করার ঘোষণা দেওয়াহয়েছে।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে রয়েছে; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।

সরকার আগামীকাল ২০ ডিসেম্বর শরীফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

মামুন