রেট্রো লুক ও হিন্দি সংলাপের জাদুতে বলিউডে অভিষেক আরিফিন শুভ

ধারালো হিন্দি সংলাপ, সত্তরের দশকের রেট্রো লুক আর রহস্যমাখা অভিব্যক্তি—বলিউডের নতুন প্রোজেক্টে এমনই রূপে দেখা গেল ঢালিউডের অ্যাকশন হিরো আরিফিন শুভকে।

সদ্য প্রকাশিত ‘জ্যাজ সিটি’ সিরিজের টিজার দেখার পর দর্শকদের মনে একটাই প্রশ্ন, আরিফিন শুভ কি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করতে চলেছেন?

টিজারে শুভকে দেখা গেছে ‘জিমি রায়’ চরিত্রে। ধূসর কাট স্যুটে আভিজাত্য, রেট্রো হেয়ারস্টাইল, সিগারেট হাতে হাঁটা বা নাচ—প্রতিটি মুহূর্তে তিনি সত্তরের দশকের সেই বর্ণিল আবহকে জীবন্ত করেছেন। শুধু স্টাইল নয়, হাঁটাচলা, বডি ল্যাঙ্গুয়েজ ও চোখের মায়ায় তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে বলিউডে শক্ত অবস্থান নেবেন।

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ইতোমধ্যেই শুভর প্রশংসায় ভাসছেন। কেউ বলছেন, “লিড চরিত্রে আরিফিন শুভকে দেখে ভালো লাগলো,” আবার কেউ মন্তব্য করেছেন, “শুভ একজন পাক্কা অভিনেতা, তার অভিনয়ই প্রমাণ করছে।”

‘জ্যাজ সিটি’ সিরিজের প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এবং সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক উত্তাল পরিস্থিতি ঘিরে। সিরিজের পরিচালক ভারতীয় নির্মাতা সৌমিক সেন, যিনি একই সঙ্গে গল্পকার ও চিত্রনাট্যকার। শুভর বিপরীতে রসায়ন জমাবেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র, সঙ্গে রয়েছেন হিন্দি ও কলকাতার একঝাঁক তারকা।

সিরিজটি ৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ মুক্তি পাবে। এখন প্রশ্ন, টিজারের আগুন কি পুরো সিরিজ জুড়ে ছড়িয়ে দিতে পারবেন জিমি রায় ওরফে আরিফিন শুভ?

অবি/