শুটিংয়ে আহত পার বাংলার জিৎ, স্থগিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’
পার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর শুটিং করার সময় আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসুর ছবিটির শুটিং বর্তমানে স্থগিত রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। পুরো সপ্তাহ জুড়ে শিডিউল অনুযায়ী কাজ চলার কথা থাকলেও, জিতের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে শুটিং পিছিয়ে দেওয়া হতে পারে।
জিৎ ছবিতে ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহ-এর ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটি মূলত অ্যাকশন ঘরানার এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময়কে তুলে ধরবে।
চট্টগ্রামে ১৯০৩ সালে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। পরবর্তীতে তিনি নকশালপন্থী রাজনীতিতেও জড়িয়ে পড়েন। সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো বিতর্কিত ঘটনার সঙ্গেও তার নাম জড়িত। এই বর্ণাঢ্য ও বিতর্কিত চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে আহত হয়েছেন জিৎ।
অবি/










