বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

আজ ১৭ ডিসেম্বর, বুধবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। 
হাইকমিশনারকে তলব করে বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ভারতীয় মিশনের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকির বিষয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে।বাংলাদেশের নবগঠিত ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’ (NCP)-র নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক ভারতবিরোধী বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন বলে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া এবং ভারতের সাথে পর্যাপ্ত তথ্য শেয়ার না করার বিষয়ে ভারত অসন্তোষ প্রকাশ করেছে [১.২.৩]। 
উল্লেখ্য যে, মাত্র দুই দিন আগে (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে তাকে তলব করেছিল বাংলাদেশ সরকার। ভারতের আজকের এই পদক্ষেপকে সেই ঘটনার ‘পাল্টা পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে।
মামুন