শৈশবের ক্লাব সান্তোস সমর্থকদের কাছ থেকে রীতিমতো দুয়োধ্বনি শুনতে হয়েছিল নেইমারকে। কি ঝড়টাই না বয়ে গেল এই রাজপুত্রের ওপর দিয়ে । ক্লাব থেকে দ্রুত তাড়িয়ে দিয়েই যেন ক্ষান্ত হবে তারা। কিন্তু পরিস্থিতি এখন পুরোই উল্টো। ত্যাগ আর বিসর্জনের সংজ্ঞাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়ে সান্তোসকে বাঁচিয়েছেন নেইমার। আর এখন নিন্দুক আর সমালোচকরাই নেইমারকে ক্লাবে ধরে রাখতে চান।
২০২৬ বিশ্বকাপের আগে নেইমারও নতুন করে ঠিকানা বদল করতে চাচ্ছেন না। মৌসুম শেষে নেইমার নিজেই বলেছিলেন, তাঁর প্রধান অগ্রাধিকার সান্তোসেই থেকে যাওয়া। তাতে দুইয়ের স্বার্থ মিলে ব্রাজিলিয়ান ক্লাবটিতেই থেকে যাচ্ছেন সান্তোসের রাজপুত্র। ইএসপিএনের খবর, নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের পথে সান্তোস। কিংবদন্তি পেলের ক্লাবে নেইমারের চুক্তি নবায়নের বিষয় শেষ ধাপের আলোচনায় পৌঁছে গেছে।
নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ চলতি মাসের শেষেই শেষ হচ্ছে। তবে ক্লাব কর্তৃপক্ষ এবং খেলোয়াড়ের প্রতিনিধিরা—যাদের নেতৃত্ব দিচ্ছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র—২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ ছয় মাসের একটি নতুন চুক্তিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন জানিয়েছে ওই প্রতিবেদন।
৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। বাঁ হাঁটুর চোট নিয়েই এই ফরোয়ার্ড সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লিগের শেষ তিন ম্যাচে চার গোল করে দলকে শীর্ষ লিগে টিকে থাকতে নিজের সবটুকু নিংড়ে দেন সাবেক পিএসজি ও বার্সেলোনা তারকা। সান্তোসের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে ৩০ ম্যাচে ১২টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেন।
সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ছাড়ার পর গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসা নেইমার আগামী বছর নিজের চতুর্থ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন। চোটের কারণে প্রায় দুই বছর ব্রাজিল জাতীয় দলে নিয়মিতভাবে খেলতে পারেননি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
এমইউএম/










