বিগ বস ১৯’ বিজয়ী গৌরব খান্না

তিন মাসের প্রতিযোগিতা, অগণিত বিতর্ক, সম্পর্কের রদবদল আর আবেগঘন মুহূর্তের ভেতর দিয়ে শেষ হলো আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’। গত রোববার রাতে সালমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে এবার সেরা হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ গৌরব খান্না। বহু জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সালমান খান ঘোষণা করেন মৌসুমের বিজয়ী হিসেবে তাঁর নাম।

বিজয়ী হওয়ার মুহূর্তটি গৌরব নিজের মতো করে সামাজিক মাধ্যমেও ভাগ করে নেন। রাতেই ইনস্টাগ্রামে স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘অবেশষে ট্রফিটা ঘরে এলো।’ তাঁর পোস্টের মন্তব্য বিভাগে ভক্তদের অভিনন্দন বার্তায় ভরে যায়।

তাদের কথায়, তিন মাস ধরে প্রতিটি চ্যালেঞ্জ, উত্তেজনা, মন খারাপের মুহূর্ত এবং দৃঢ়তার লড়াইয়ে তারা গৌরবের পাশে ছিলেন। তাই এই জয় তাদের কাছেও ব্যক্তিগত ও আবেগঘন। পোস্টে আরও বলা হয়, গৌরবের প্রতি মানুষের আস্থা, ভোট ও ভালোবাসাই তাঁকে শেষ পর্যন্ত শিরোপা এনে দিয়েছে।

এ মৌসুমের শীর্ষ পাঁচ প্রতিযোগীর তালিকায় প্রথম রানারআপ হয়েছেন ফারহানা ভাট, তৃতীয় স্থানে কৌতুকশিল্পী প্রণীত মোরে, চতুর্থ স্থানে তান্যা মিত্তাল এবং পঞ্চম হয়েছেন সুরকার আমাল মালিক। শেষ দুই প্রতিযোগী হিসেবে গৌরব ও ফারহানা যখন মঞ্চে দাঁড়ান, পুরো স্টুডিওজুড়ে তৈরি হয় এক অদ্ভুত উত্তেজনা। সবার দৃষ্টি ছিল সালমান খানের হাতে থাকা ট্রফির দিকে। শেষমেশ তাঁর ঘোষণায় উল্লাসে ফেটে পড়ে দর্শক গৌরবই ‘বিগ বস ১৯’-এর শিরোপাধারী। প্রাপ্য সম্মান হিসেবে তিনি বাড়ি নিয়ে যান ৫০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৬৭ লাখ টাকা।

গৌরবের জন্য এই জয় ক্যারিয়ারের নতুন এক মাইলফলক। এর আগে তিনি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ প্রতিযোগিতায়ও শিরোপা জিতেছিলেন। দ্বিতীয়বারের মতো রিয়েলিটি শোতে জিতে তিনি প্রমাণ করলেন ধৈর্য, আত্মসংযম এবং সঠিক কৌশল থাকলে বড় কোনো সফলতা ধরা দিতেই পারে। ফিনালে মঞ্চে সালমান খান গৌরবের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি।

তিনি বলেন, গৌরবের ব্যক্তিত্ব ও শান্ত আচরণ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। শুধু গৌরবই নয় তাঁর পরিবার ও বন্ধুদের প্রতিও সম্মান জানাতে হবে। সালমান আরও জানান, খুব শিগগিরই তিনি গৌরবের সঙ্গে একটি কাজে যুক্ত হচ্ছেন।

মৌসুমের শুরুতে গৌরবকে অনেকেই খুব সাধারণ প্রতিযোগী ভেবেছিলেন। তেমন নাটকীয়তা বা ঝামেলায় জড়াতে দেখা যায়নি তাঁকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের কৌশল, ভারসাম্যপূর্ণ মনোভাব এবং স্পষ্ট অবস্থানের মাধ্যমে দর্শকের মন জয় করেন। ম

সূত্র: টাইমস অব ইন্ডিয়া