অনলাইনে বেটিং সাইটের জুয়ায় নিঃস্ব হচ্ছে হাজারও তরুণ। এরকমই একটি বেটিং সাইটের প্রচারণায় নিজেকে জড়ান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এ নিয়ে পরে বিতর্ক তৈরি হওয়ায় প্রচারণার কাজটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। প্রভার দাবি, ‘না বুঝেই’ এতে জড়িয়েছিলেন।
মঙ্গলবার রাতেবিষয়টি খোলাসা করতে নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন প্রভা। এতে তিনি জানান, গত রমজানে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে। নিজেদের গেমিং ওয়েবসাইট পরিচয় দিলেও জুয়া বা বেটিংয়ের বিষয়টি গোপন রাখা হয়। প্রভা জানান, তিনি গেমিং বা এই ধরনের সাইট সম্পর্কে ধারণা না থাকায় বারবার জানতে চেয়েছিলেন, সাইটটি আসলে কী ধরনের কনটেন্ট দেখাবে। উত্তরে কোম্পানি জানায়- টি-টোয়েন্টি ম্যাচ ও বিভিন্ন গেম প্রদর্শন করবে।
সরল মনে এতে কাজ করতে রাজি হয়ে যান প্রভা। চুক্তির দিন তাকে একটি ছোট ভিডিও বাইট দিতে বলা হয়। অগ্রিম টাকা নেওয়ার পর তিনি শুধু এটুকুই বলেন যে তিনি সাইটটির সঙ্গে আছেন-এমন একটি ক্লিপ রেকর্ড করেন। ভিডিওটি প্রকাশের পর দর্শকদের মন্তব্য দেখেই প্রভা জানতে পারেন এটি মূলত একটি বেটিং সাইটের প্রচার।
তিনি বলেন, আমি জানতামই না এটা বেটিং সাইট। মানুষজন মন্তব্যে বলার পরই বিষয়টি বুঝতে পারি। দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের চুক্তির টাকা ফিরিয়ে দেই এবং আমার দেওয়া কোনো বাইট প্রচারে কঠোরভাবে নিষেধ করে দেই। তবে ওই কোম্পানি নানা ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও আমি আমার জায়গায় অটল আছি। আসলে পুরো ঘটনাটি ঘটেছে আমার অজ্ঞতার কারণে।










