বিভিন্ন গ্রহে একাধিক অভিযান পরিচালনা করছে নাসা। মঙ্গল গ্রহের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে ২০২১ সালে পারসিভিয়ারেন্স রোভার পাঠিয়েছে সংস্থাটি। এই রোভার সম্প্রতি প্রথমবারের মতো মঙ্গল গ্রহে বজ্রপাতের মতো শব্দ ধারণ করেছে।
নাসার তথ্যমতে, মঙ্গল গ্রহে ধূলিঝড়ের সময় ধূলিকণাবাহিত বৈদ্যুতিক নির্গমন থেকে আসা ক্ষীণ আওয়াজ ধারণ করেছে রোভারটি। পৃথিবীর বজ্রপাতের মতো নাটকীয় না হলেও, এই ক্ষীণ আওয়াজ রোভারের মাইক্রোফোন ধারণ করতে পেরেছে। টাইমস অব ইন্ডিয়া।










