চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প

চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে.

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের (বার্মা) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ফালামের ৮১ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল পর্যন্ত পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়।