হিরো আলমকে যেভাবে মারা হয়েছে, তাকে মেরেই ফেলা হতো। সেসময় কিছু লোক উপস্থিত হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাকে যেভাবে পেটানো হয়েছে, আরেকটু হলেই মারা যেত এমনটায় জানিয়েছেন তার স্ত্রী রিয়া মনি।
তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর আফতাবনগরে হিরো আলমকে একদল দুর্বৃত্ত হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদিকে রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘আফতাবনগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে রিয়া মনি জানান, সরকারি হাসপাতাল থেকে রেফার করার ফলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এখনো সঠিক স্পট সম্পর্কে তথ্য পাইনি।
তবে রিয়া মনি বলেন, ‘হিরো আলম গতকাল রাতে হাঁটতে গিয়েছিল আফতাবনগরে। হাঁটতে হাঁটতে সে লোহার ব্রিজের দিকে যায়। পরে এম ব্লকে তাকে ধরে নিয়ে ইচ্ছেমতো মারা হয়। তার দুই হাতে কোপানো হয়েছে। মাথা ফাটানো হয়েছে। বুকের মধ্যে আঘাত করা হয়েছে।’