আসছে ভাগ্যলক্ষ্মী…

টালিউডে এখন চলছে দেবের ‘খাদান’ ঝড়। ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তির পর রীতিমতো বক্স অফিস দাপট দেখাতে থাকে সিনেমাটি, যা এখনো চলমান রয়েছে। এরই মধ্যে নতুন বছর মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে আরও একটি সিনেমা নাম ভাগ্যলক্ষ্মী। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী ও শোলাঙ্কি রায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার। যার শুরুতেই দেখা যায়, অন্ধকারের মাঝে কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন ঋত্বিক, তার পাশে দাঁড়ানো শোলাঙ্কি, নাকে মুখে তার আতঙ্ক। এরপর ঋত্বিকে বলতে শোনা যায়, ‘যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাব।’ ভাগ্যলক্ষ্মী মুক্তি পাবে এ মাসের ১০ তারিখ। এতে ঋত্বিক এবং শোলাঙ্কি স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক।