আফগানিস্তানের আকাশে রুশ বিমান নিখোঁজ

আফগানিস্তানের সীমানার ভেতরে ছয়জনসহ একটি রুশ বিমান নিখোঁজ হয়েছে। রবিবার বিমান নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে আফগান পুলিশ বলছে, একটি বিমান বিধ্বস্তের খবর পেয়েছে উত্তর আফগানিস্তানের পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ফ্লাইটটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। সেই সময় আফগানিস্তানের সীমানার ভেতরে এসে সিগন্যাল হারিয়ে নিখোঁজ হয়েছে বিমানটি। এদিকে রুশ বিমান নিখোঁজ হওয়ার পর পরই রবিবার বাদাখশান প্রদেশের পুলিশের মুখপাত্র জাবিহুল্লাহ আমিরি বলেন, একটি বিমান বিধ্বস্তের খবর পেয়েছে উত্তর আফগানিস্তানের পুলিশ।
এর আগে আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিউল্লাহ আমিরি এএফপিকে বলেন, ‘উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে কোথায় এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। আমাদের এখান থেকে একটি দলকে পাঠিয়েছি। তারা এখনো সেখানে পৌঁছায়নি।’
বাদাখশান প্রদেশে হিন্দুকুশ পর্বতমালার অবস্থান। আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত মাউন্ট নোশাকের অবস্থানও সেখানে। নোশাক পর্বতটি ২৪ হাজার ৫৮০ ফুট উঁচু।
আফগান পুলিশ জানিয়েছে, একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। তবে ভারতের সিভিল অ্যাভিয়েশন মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমানটি দিল্লি থেকে মস্কোগামী বিমান নয়, বরং সেটি মরক্কো নিবন্ধিত পৃথক একটি বিমান।