দীপু হত্যাকে “ভয়াবহ” বলে আখ্যা যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানের

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ময়মনসিংহের ২৯ বছর বয়সী হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকে ভয়াবহ” আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। কংগ্রেসম্যান রো খান্না ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

দীপুর হত্যার এক সপ্তাহ পরে, রাজবাড়ীতে ২৯ বছর বয়সী অমৃত মন্ডলকে স্থানীয়রা হত্যা করেছে। অন্তর্বর্তী সরকার হত্যাকাণ্ডকে নিন্দা জানিয়েছে, তবে দাবি করেছে এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়।

ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদ দেখা গেছে। লন্ডনে BHAS (বাস)-এর “জাস্টিস ফর হিন্দুস” প্রতিবাদে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। নেপাল ও ভারতের বড় শহরগুলোতেও হিন্দু সংগঠনরা হাইকমিশনের সামনে সমাবেশ করেছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় “সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈষম্য” নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, তবে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি নেই বলে জানিয়েছে। মুখপাত্র রন্ধীর জয়স্বাল বলেছেন, “ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার পক্ষে, শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।”

সূত্র: এন ডি টিভি