২০২৪ সালে নতুন স্পাই স্যাটেলাইট পাঠাবে উত্তর কোরিয়া

নতুন ইংরেজি বছরে নতুন স্পাই স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। আজ রবিবার দেশটির নেতা কিম জং উন বলেন, নতুন বছরে তারা তিনটি স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে গত মাসে একটি স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। তাদের দাবি, সেই স্যাটেলাইট এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক স্থাপনার গুরুত্বপূর্ণ ছবি পেয়েছে তারা।
কিম জং উন বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্কে মৌলিক কিছু পরিবর্তন আসবে। তাদের কাছে পরমাণু পরীক্ষা ছাড়া আর কোনো পথ নেই।
কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতাদের সঙ্গে রবিবার বছর শেষের বৈঠকে প্রেসিডেন্ট কিম বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে একত্রীকরণ এখন আর সম্ভব নয়। কেননা, সিউল পিয়ংইয়ংকে শত্রু হিসেবে বিবেচনা করে।
তিনি বলেন, পুরো দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের একটি ‘সামরিক ঘাঁটি ও পারমাণবিক অস্ত্রাগারে’ পরিণত হয়েছে। আমাদের আক্রমণ করার জন্য শত্রুরা বেপরোয়া পদক্ষেপ নিচ্ছে, এতে কোরীয় উপদ্বীপে যে কোনও সময় যুদ্ধ শুরু হতে পারে।